স্বপ্ন (ভিশন)
এমন একটি একীভূত ব্যবস্থা যেখানে বেকার, অবহেলিত, দরিদ্র, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও দক্ষতা উন্নয়ন করে যথোপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে এবং সকলে মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে।
লক্ষ্য (মিশন)
অসহায়, দরিদ্র সুযোগবঞ্চিত সদস্যদের সহায়কসেবা, শিক্ষা প্রশিক্ষণ, আত্ব কর্মসংস্থান সহ যথোপযু্ক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা। জঙ্গী, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহের মত সামাজিক সমস্যাগুলো বিষয়ে সচেতনতা গড়ে তোলা। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা ও সংবেদশীলতা বৃদ্ধি করা। গ্রন্থাগার, বই পড়াসহ বিভিন্ন উদ্যোগে জ্ঞান অর্জন ও চর্চা চালিয়ে যাওয়া।